অটোমোবাইল কাকে বলে, আবিস্কারের ইতিহাস এবং অটোমোবাইলের প্রধান কম্পোন্টের নাম সমুহ।


অটোমোবাইল  লেকচার -১
যা আছে
১.আটোমোইল কাকে বলে?
২.আধুনিক  অটোমোবাইল আবিস্কারের ইতিহাস .
৩.অটোমোবাইলের  প্রধান অংশগুলো  কি কি?           

আসসালামু্ওয়ালাইকুম। আসাকরি সবাই ভালো আচেন, আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি।

১.অটোমোবাইল  বলতে সাধারনত  রাস্তায় চলাচলকারি যানবাহনকে  যেমন:  কার, জীপ, মোটরসাইকেল, বাস, ট্রাক, ইত্যাদিকে বুঝায়,যার নিজস্ব শক্তি উ্ৎপাদন কেন্দ্র বা   ইন্জিন আছে  ।

অটোমোবাইল  অর্থ  স্বয়ংক্রিয়  যান যা স্থলপথে যাএী  এবং  মালামাল বহনের  জন্য ব্যবহৃত  হয়। অটোমোবাইল  এমন এক প্রকার যান যার মধ্যে শক্তি উৎপাদন এবং সে উৎপাদিত শক্তিবিভিন্ন যন্তাংশের মাধ্যমে চাকায় স্থানান্তর করে নিজে চলে এবং যাএী ও মালামাল বহন করে।


২. আধুনিক অটোমোবাইল আবিস্কারের ইতিহাস

   

     জার্মানির  নিকোলাস অগাস্ট অটো-  ১৮৭৬সালে চার স্ট্রোক  ইঞ্জিন আবিস্কার করেন, যাকে অটো সাইকেল ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিন বলে

জার্মানির কার্ল ব্রেঞ্জ – ১৮৮৫-১৮৮৬ সালে তিন চাকার গাড়িতে  পেট্রোল  ইঞ্জিন স্থাপন করেন,যা ১৮৮৬সালের ২৯ জানুয়ারীতে চালানো হয় যার গতি ছিল ঘন্টায় দুই কিলোমিটার ।

ডেইমলার- ১৮৮৯সালে ফোর হুইল মোটরযান তৈরী করেন,এতে ইঞ্জিন , পাওয়ার ট্রান্সমিশন, ব্রেক, ক্লাচ সিস্টেম যুক্ত ছিল ।

১৮৯৩সালে – আমেরিকার চালর্স ডুরি  এবং ফ্রাংক ডুরি নামের দুই ভাই পেট্রোল ইঞ্জিন চালিত মোটযান তৈরী করেন ।

 প্রথম বিশ্বযুদ্বের সময় মোটরযানের বডি কাঠ দিয়ে এবং পরে ধাতব বডি তৈরী করা হয়, এভাবে আধুনিক মোটরযানের আবির্ভাব ঘটে ।                          



                                                               
  ৪.অটোমোবাইলের  প্রধান অংশাবলি(Major Component of Automobile)

   # অটোমোবাইল বডি (Automobile body)

   # ফ্রেম (Frame)

   #  চেসিস (Chessis)

   # ড্রা্‌ইভ লাইন

   # ক্লাচ(Clutch)

    # সাসপেনসন সিস্টেম (Suspension system)

   # ট্রান্সমিশন সিস্টেম (Transmission system(transmission gear)

    # ড্রাইভ শ্যাফট (Drive shaft(propelar shaft)

    # ডিফারেন্সিয়াল গিয়ার (Differential gear box)

    # এক্সেল (Axle)

    # স্টিয়ারিং সিস্টেম (Stearing system)

    # ব্রেক (Break system)

    #  হুইল এবং টায়ার (Wheel and tyres)

    #  ইঞ্জিন ( Engine) ইহা  মোটরযানের শক্তি উৎপাদন কেন্দ্র।

 
  পরের লেকচারে  আমরা অটোমোবাইলের প্রধান কম্পোনেন্টগুলো নিয়ে আলোচনা করবো । ................................................................আল্লাহ হফেজ...............................................
 







Share:

9 comments: