ইন্জিনের প্রধান অংশগুলো কি কি।


ইন্জিনের অংশগুলো প্রধানত দুই ভাগে ভাগ করা যায়-
১। স্থির অংশ- Fixed Parts.
২। চলমান  অংশ- Moving Parts.
১। স্থির অংশ- Fixed Parts: যে পার্টস গুলো স্থির  অবস্হায়  থেকে ইন্জিন কে শক্তি উৎপাদনে সহায়তা  করে তাদের Fixed parts বলে।
যেমন- ১.ইন্জিন ব্লক
২. ইন্জিন হেড
৩. অয়েল সাম্প
৪.সিলিন্ডার
৫. কার্বুরেটর
৬. গ্যাসকেট
৭. লাইনার
৮. স্পার্ক প্লাগ
৯. ইনজেক্টর
১০. এসি পাম্প
১১. হাইপ্রেশার পাম্প
১২. লো- প্রেশার পাম্প
১৩. ডিস্টিবিউটর
১৪. ইগনিশন কয়েল,ইত্যাদি।
০২। চলমান  অংশ- Moving Partsঃ যে পার্টস গুলো ইন্জিনের স্থির  পার্টসের মধ্যে  চলমান অবস্থায়  থেকে ইন্জিনে শক্তি উৎপাদনে সহায়তা করে তাদেরকে মুভিং পার্টস বলে।
যেমন ঃ
১. ক্র্যাংক শ্যাফট
২. ক্যাম শ্যাফট
৩. ফ্লাইহুইল
৪. পিস্টন এবং কানেকটিং রড়
৫. ভালভ
৬. ট্যাপেড়,
৭. পুশরড় ইত্যাদি।
আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।   

Share:

1 comment:

  1. 1xbet korean ᐈ Is 1xbet legal & safe in the ⬅️
    1xbet is a trusted online betting site and is licensed by the UK Gambling Commission. It is licensed in all territories under the зеркало 1xbet Malta Gaming Authority

    ReplyDelete