পেট্রোল ও ডিজেল ইঞ্জিন বলতে কি বুঝ।

আজকে আমরা পেট্রোল ও ডিজেল ইঞ্জিনের সংক্ষিপ্ত কিছু ধারণা দিব।
পেট্রোল ইঞ্জিনঃ 
SI- Spark Ignition  Engine (Petrol or Gasoline  Engine) এই ইঞ্জিনে Suction stroke এ সিলিন্ডারে এয়ার ও ফুয়েলের মিশ্রণ  প্রবেশ করে। সংকুচিত  মিক্সারে Spark plug এর দ্বারা স্পাক সাহায্যে  দহন ঘটানো হয়। এতে কার্বুরেটর,স্পার্ক প্লাগ,এসি পাম্প, ডিস্টিবিউটর,ইগনিশন কয়েল ইত্যাদি  থাকে।
ডিজেল ইঞ্জিনঃ
CI- Copression Ignition  Engine (Diesel  Engine)
এতে সাকশন স্টোকে ফ্রেশ  এয়ার প্রবেশ করে, সংকুচিত বাতাসের  মধ্যে  ইনজেক্টরের দ্বারা ডিজেল জ্বালানি স্প্রে করে দহন ঘটানো হয়।এতে হাইপ্রেশার পাম্প,লো প্রেশার পাম্প, ইনজেক্টর ইত্যাদি  থাকে।
আজকের মতো এখানে শেষ, ভালো থাকবেন সবাই।

Share:

0 comments:

Post a Comment