ইন্জিন বলতে কী বুঝ।

ইন্জিন বলতে কী বুঝ।

ইন্জিন কতকগুলো যন্রাংশের সমন্বয়ে গঠিত একটি সয়ংক্রিয় যন্র,যা প্রাকৃতিক জ্বালানির রাসায়নিক শক্তিকে সিলিন্ডারের ভিতরে বা বাহিরে দহনের মাধ্যমে তাপ শক্তিতে পরে তাপ শক্তিকে যান্রিক শক্তিতে রুপানতরিত করে নিজে চলে  এবং অন্য কে চালায়।
যেমন-
#জ্বালানি দহনের স্থান অনুযায়ী দুই প্রকার।
১. অন্তর দহন ইন্জি।
২. বহির দহন ইন্জিন।
# জ্বালানি ব্যবহার অনুযায়ী।
১. ডিজেল ইন্জিন
২.পেট্রোল ইন্জিন।
৩.গ্যাস ইন্জিন।
# জ্বালানি দহনের প্রক্রিয়া অনুযায়ী দুই প্রকার।
১. এস.আই ইন্জিন।
২. সি.আই ইন্জিন।       
Share:

0 comments:

Post a Comment