মোটর কাকে বলে। কত প্রকার ও কি কি।

মোটরঃ মোটর একটি ইলেকট্রিক্যাল মেশিন যা ইলেকট্রিক্যাল এনার্জি কে মেকানিক্যাল এনার্জি তে রুপান্তর করে।
মোটর প্রধানত দুই প্রকার।
যথাঃ ১।এসি মোটর
২।ডিসি মোটর
ডিসি মোটর আবার তিন প্রকার, যথা-
১।সিরিজ মোটর
২। শান্ট মোটর
৩।কম্পাউন্ড মোটর।
এছাড়াও আরো কিছু মোটর, যথা-
১।গিয়ারলেস মোটর
২।গিয়ারড মোটর
৩। স্টেয়ার্ড মোটর
৪। সার্ভো মোটর।
Share:

পাওয়ার প্লাট কাকে বলে। কত প্রকার ও কি কি।


পাওয়ার প্লান্টঃ  এটি একটি মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ব্যবস্থাপনা,যে খানে প্রাকিতিক শক্তিকে যান্রিক শক্তিতে পরে যান্রিক শক্তিকে ইলেকট্রিক্যাল শক্তিতে রুপান্তর করে। ট্রান্সমিশন ও ডিস্টিবিউশন ও পাওয়ার প্লান্টের অন্তর্ভুক্ত।
জ্বালানির ব্যবহার অনুযায়ী পাওয়ার প্লান্ট নিম্ন প্রকারের হয়ঃ
১। ডিজেল পাওয়ার প্লান্ট
২।গ্যাস পাওয়ার প্লান্ট
৩।HFO  পাওয়ার প্লান্ট
৪। কোল পাওয়ার প্লান্ট
এছাড়াও  রিনেএবল এনার্জি ব্যবহ্নত পাওয়ার প্লান্ট গুলো হলঃ
১। পানি বা জল বিদুৎ কেন্দ্র
২।পারমানবিক পাওয়ার প্লান্ট
৩। সোলার পাওয়ার প্লান্ট
৪। বায়ু পাওয়ার প্লান্ট
এছাড়া আরো কিছু গবেষণা চলতেছে,
# জিওথার্মাল পাওয়ার
# থার্মো ইলেকট্রনিক পাওয়ার
# ফুয়েল সেল।
Share:

ইঞ্জিন সিস্টেম গুলো কি কি।


ইঞ্জিন সিস্টেম গুলো হলঃ
১।ফুয়েল সিস্টেম
২। কুলিং সিস্টেম
৩।লুব্রিকেটিং সিস্টেম
৪।এয়ার ইনটেক এন্ড এগজ্স্ট সিস্টেম
৫। ইলেকট্রিক সিস্টেম. যথা
১। স্টার্টিং সিস্টেম
২। ইগনিশন সিস্টেম
৩। চার্জিং সিস্টেম

Share:

ইন্জিনের প্রধান অংশগুলো কি কি।


ইন্জিনের অংশগুলো প্রধানত দুই ভাগে ভাগ করা যায়-
১। স্থির অংশ- Fixed Parts.
২। চলমান  অংশ- Moving Parts.
১। স্থির অংশ- Fixed Parts: যে পার্টস গুলো স্থির  অবস্হায়  থেকে ইন্জিন কে শক্তি উৎপাদনে সহায়তা  করে তাদের Fixed parts বলে।
যেমন- ১.ইন্জিন ব্লক
২. ইন্জিন হেড
৩. অয়েল সাম্প
৪.সিলিন্ডার
৫. কার্বুরেটর
৬. গ্যাসকেট
৭. লাইনার
৮. স্পার্ক প্লাগ
৯. ইনজেক্টর
১০. এসি পাম্প
১১. হাইপ্রেশার পাম্প
১২. লো- প্রেশার পাম্প
১৩. ডিস্টিবিউটর
১৪. ইগনিশন কয়েল,ইত্যাদি।
০২। চলমান  অংশ- Moving Partsঃ যে পার্টস গুলো ইন্জিনের স্থির  পার্টসের মধ্যে  চলমান অবস্থায়  থেকে ইন্জিনে শক্তি উৎপাদনে সহায়তা করে তাদেরকে মুভিং পার্টস বলে।
যেমন ঃ
১. ক্র্যাংক শ্যাফট
২. ক্যাম শ্যাফট
৩. ফ্লাইহুইল
৪. পিস্টন এবং কানেকটিং রড়
৫. ভালভ
৬. ট্যাপেড়,
৭. পুশরড় ইত্যাদি।
আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।   

Share:

পেট্রোল ও ডিজেল ইঞ্জিন বলতে কি বুঝ।

আজকে আমরা পেট্রোল ও ডিজেল ইঞ্জিনের সংক্ষিপ্ত কিছু ধারণা দিব।
পেট্রোল ইঞ্জিনঃ 
SI- Spark Ignition  Engine (Petrol or Gasoline  Engine) এই ইঞ্জিনে Suction stroke এ সিলিন্ডারে এয়ার ও ফুয়েলের মিশ্রণ  প্রবেশ করে। সংকুচিত  মিক্সারে Spark plug এর দ্বারা স্পাক সাহায্যে  দহন ঘটানো হয়। এতে কার্বুরেটর,স্পার্ক প্লাগ,এসি পাম্প, ডিস্টিবিউটর,ইগনিশন কয়েল ইত্যাদি  থাকে।
ডিজেল ইঞ্জিনঃ
CI- Copression Ignition  Engine (Diesel  Engine)
এতে সাকশন স্টোকে ফ্রেশ  এয়ার প্রবেশ করে, সংকুচিত বাতাসের  মধ্যে  ইনজেক্টরের দ্বারা ডিজেল জ্বালানি স্প্রে করে দহন ঘটানো হয়।এতে হাইপ্রেশার পাম্প,লো প্রেশার পাম্প, ইনজেক্টর ইত্যাদি  থাকে।
আজকের মতো এখানে শেষ, ভালো থাকবেন সবাই।

Share:

ইন্জিন বলতে কী বুঝ।

ইন্জিন বলতে কী বুঝ।

ইন্জিন কতকগুলো যন্রাংশের সমন্বয়ে গঠিত একটি সয়ংক্রিয় যন্র,যা প্রাকৃতিক জ্বালানির রাসায়নিক শক্তিকে সিলিন্ডারের ভিতরে বা বাহিরে দহনের মাধ্যমে তাপ শক্তিতে পরে তাপ শক্তিকে যান্রিক শক্তিতে রুপানতরিত করে নিজে চলে  এবং অন্য কে চালায়।
যেমন-
#জ্বালানি দহনের স্থান অনুযায়ী দুই প্রকার।
১. অন্তর দহন ইন্জি।
২. বহির দহন ইন্জিন।
# জ্বালানি ব্যবহার অনুযায়ী।
১. ডিজেল ইন্জিন
২.পেট্রোল ইন্জিন।
৩.গ্যাস ইন্জিন।
# জ্বালানি দহনের প্রক্রিয়া অনুযায়ী দুই প্রকার।
১. এস.আই ইন্জিন।
২. সি.আই ইন্জিন।       
Share:

বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসমূহ.

বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসমূহ
:
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র - 1320 মে.ও.
অবস্থান : বাঘেরহাট জেলার রামপাল উপজেলা।
জ্বালানী : কয়লা।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র- 1320মে.ও.
অবস্থান : পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার
ধানখালী ইউনিয়ন ।
জ্বালানী : কয়লা।
→ মাতারবাড়ী আল্ট্রাসুপারক্রিটিক্যাল কোল
পাওয়ার প্রজেক্ট - 1200মে.ও.
মহেশখালী, কক্সবাজার।
জ্বালানী : কয়লা।
মহেশখালী তাপবিদ্যুৎ কেন্দ্র- 1320মে.ও.
মহেশখালী।
জ্বালানী : কয়লা।
→ পেকোয়া তাৎবিদ্যুৎ কেন্দ্র - 1200মে.ও.
জ্বালানী : কয়লা
→ উত্তরবঙ্গ সুপার থার্মাল পাওয়ার প্লান্ট -
1320 মে.ও
জ্বালানী : কয়লা।
→ বড়পুকুরিয়া তাৎবিদ্যুৎ কেন্দ্র - 250+275
মে.ও.
অবস্থান : দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার
হামিদপুর ইউনিয়ন।
জ্বালানী : কয়লা।
→ কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র- 230মে.ও.
কাপ্তাই, রাঙামাটি।
কাপলান টারবাইন।
→মহুরী বায়ু বিদ্যুৎ কেন্দ্র -1 মে.ও.
সোনাগাজি, ফেনী।
→ কুতুবদিয়া বায়ু বিদ্যুৎ কেন্দ্র - 1 মে. ও.
কুতুবদিয়া, কক্সবাজার।
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র - 2400মে.ও.
রূপপুর, পাকশী, ঈশ্বরদী, পাবনা।
জ্বালানী : ইউরেনিয়াম।
★★যেগুলার জ্বালানী : তেল + গ্যাস
→ আশুগঞ্জ - 638মে.ও.
→ ঘোড়াশাল - 950 মে. ও.
→ শিকলবাহা - 60 মে.ও.
→ সিদ্ধিরগঞ্জ - 260 মে.ও.
★★★ গ্যাস টারবাইন : জ্বালানী প্রাকৃতিক
গ্যাস।
→ মেঘনাঘাট -450মে.ও. 2+1
অাশুগঞ্জ - 146 মে.ও. 2+1
→হরিপুর - 360মে.ও. 1+1
→ ময়মনসিংহ - 216মে.ও.
সিদ্ধিরগঞ্জ - 240 মে.ও.
Share: